রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৮, ২০২৫

খুলনায় অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই

রফিকুল ইসলামঃ

খুলনায় সোনাডাঙা থানা বয়রা পুজা খোলার অপজিটের  লেপ তোশক, পেট্রল গ্যাস সিলেন্ডারের দোকান সহ ৪ টি দোকানে আগুনে পুড়ে ছাই।পুড়ে  যাওয়া দোকান গুলো র বিশাল ক্ষয় ক্ষতি হয়েছে বলে,  দোকানের মালিক রা জানায়।  আগুন লাগার ঘটনা জানতে চাহিলে  বিশ্বস্ত সুত্রে জানা যায়,  লেপ তোশকের দোকান  হতে আগুনের উৎপত্তি।  পরবর্তিতে  পাশের দোকান গ্যাস ও পেট্রল থাকায় আগুনের গতি অতি তিব্র থেকে তিব্রতা ও মহা আকার ধারণ করলে স্থানীয় ভাবে আগুন নিভানো সম্ভব হয়ে উঠেনি। তা ছাড়া সুর্যের প্রখর তাপ  ও পাশে আগুন নিভানোর মতো কোন সরম্জাম না থাকায় , আগুন নিভানো সম্ভব হয়ে উঠিনি বলে এলাকা বাসীর দাবি।পরবর্তী তে ফায়ার সার্ভিসের সংবাদ দেওয়া হয়, ফায়ার সার্ভিসের গাড়ি  ঘটনা স্থলে  আসার আগে পাশাপাশি লেপতোশক, গ্যাস সিলিন্ডার, পেট্রল, ও ফ্রিজের দোকান সহ চার টি দোকান আগুনে পুড়ে  যায়। নিয়ন্ত্রণে আনার আগ পর্যন্ত পাশাপাশি ৪টি  দোকানে পুড়ে যাওয়া বিশাল  ক্ষয় ক্ষতি র সম্ভবনা দেখা গেছে। পাশে লোক জন সহ স্কুলের ছাত্র /ছাত্রী  রা  আগুনের তীব্রতা ও ধোয়াও গ্যাস সিলিন্ডারের বিকট শব্দে আতংকিত হয়ে ভয়ে কান্নাকাটি শুরু করে।পরবর্তীতে এলাকার লোকজন সহ ফায়ার সার্ভিসের অতিব চেষ্টায় দীর্ঘ ৪০/৪৫ মিনিটে গ্যাস ও পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

0 Comments